3.11.18
একজন বাবার জন্য এর থেকে গর্বের কীই বা হতে পারে! ছেলে এখন তাঁর ‘বড় সাহেব’। তিনি ছেলেকে স্যালুট করবেন দেখা হলেই। আপাতভাবে এতে অনেকেই ভ্রু কুঁচকোতে পারেন। কিন্তু কনস্টেবল বাবার আইপিএস অফিসার ছেলে যখন সেই শহরেরই সুপারিন্টেডেন্ট অফ পুলিশ হয়ে দায়িত্ব নেয়, তখন পুরো ঘটনাই যেন হয়ে ওঠে বিস্ময়কর।
রবিবারই লখনউ পুলিশের এসপি (নর্থ) হিসেবে দায়িত্ব নিলেন অনুপ সিংহ। তাঁর বাবা জনার্দন সিংহ সেই এলাকারই বিভূতি খণ্ড থানার কনস্টেবল। এখন থেকে কর্মক্ষেত্রে দেখা হলেই ছেলেকে নিয়ম মেনে স্যালুট ঠুকবেন জনার্দন।
ছেলের এই উত্তরণে উল্লসিত জনার্দন। তিনি গোপন রাখেননি তাঁর আবেগ। সংবাদসংস্থাকে জনার্দন সিংহ বলেন, ‘‘আমি আমার ‘সিনিয়র’ ছেলে নিয়ে গর্বিত। এটা আমার কাছে একটা সম্মানের বিষয়। তাঁর অধীনে কাজ করতে আমার ভালই লাগবে।’’
প্রোটোকল মেনে তিনি যে ছেলের সঙ্গে দেখা হলেই যে সেলাম করবেন তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। জনার্দনের কথায় অনুপ তাঁর থেকে আরও শক্ত একজন পুলিশ অফিসার।
তবে উত্তরপ্রদেশের উন্নাও থেকে লখনউ বদলি হয়ে আসা অনুপ সিংহ পরিমিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনুপ বলেন, তাঁর বাবার থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তিনি খুশি যে তাঁর বাবার সঙ্গে কাজ করতে পারবেন।
অনুপ বলেন, ‘‘সবারই ব্যক্তিগত ও কাজের জীবন রয়েছে। পদ অনুযায়ী যার যেরকম কাজ সেই রকমই কাজ করব আমরা।’’ কাজের সমীকরণ তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও প্রভাব ফেলবে না বলেই অনুপের দাবি।
Labels: চাকরি
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।