5.11.18
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক তরুণীকে (২২) মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই তরুণী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
রবিবার (৪ নভেম্বর) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ৩ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই কর্মীর নাম মো: রনি (৩২)। উপজেলার মদনপুরা ইউনিয়নের রামলক্ষণ গ্রামের বাসিন্দা রনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
অভিযোগ, প্রায়ই বছর তিনেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রনি। সম্পর্কের জড়িয়ে পড়ার কিছু দিন পর বিয়ে করার কথা বলে ওই তরুণীর কাছ থেকে জন্ম নিবন্ধন সনদ নিয়ে যান তিনি। এরপরে হঠাৎ একদিন রনি ওই তরুণীকে জানায়, জন্ম নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেছে। এমনকি ওই তরুণীকে কাজীর সঙ্গেও মোবাইল ফোনেও কথা বলিয়ে দেন রনি। এরপর থেকে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
তাদের মধ্যে চলা ঘনিষ্ঠ সম্পর্কের একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ওই তরুণী রনিকে তার বাড়িতে নিয়ে যেতে বলেন। এতে অস্বীকৃতি জানান রনি। এছাড়া ওই তরুণীকে তার গর্ভের সন্তানকে নষ্ট করার পরামর্শ দেন রনি।
পরে ওই তরুণী জানতে পারেন এই ছাত্রলীগ কর্মী রনি সঙ্গে তার বিয়ে ছিল সাজানো নাটক। এরপর এ বিষয়টি রনির পরিবারের লোকজনের জানানো হলে তারা তা এড়িয়ে যান। এছাড়াও ওই তরুণীকে বেশি বাড়াবাড়ি না করার জন্যও হুমকি দেন বলে জানা গেছে।
এ নিয়ে ওই তরুণী বলেন, ‘নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত রনি জানান, ধর্ষণের অভিযোগ সত্য নয়। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।