1.11.18
নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। সংলাপের নাকচের পর হঠাৎ এক সপ্তাহের মধ্যে তিনটি জোটের সাথে সংলাপে বসতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরই মধ্যে বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। আগামীকাল সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বিকল্পধারার সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সংলাপে বসবেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী। আর সেখানে আগত অতিথিদের জন্য সংলাপ শেষে গণভবনে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে। নৈশভোজে অংশ নেবেন বি চৌধুরী। নৈশভোজে তিনি কী খাবেন তার একটি তালিকা পাঠানো হয়েছে।
বি চৌধুরীর পাঠানো খাবারের তালিকায় রয়েছে সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোনো মাছের ঝোল ও মসুর ডাল।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিকল্পধারা সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপের আমন্ত্রণ জানানো হয় বি চৌধুরীকে।
Labels: রাজনীতি
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।