4.11.18
আশুলিয়ায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদে আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদনও করে পুলিশ।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- রেজাউল করিম, মুসা মিয়া ও মেহেদী হাসান।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসে এক তরুণী। পরে রাতে খালাতো বোনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অভিমান করে বাসা থেকে বের হয়ে প্রতিবেশী খালুর বাড়িতে চলে যাচ্ছিলো সে। এসময় স্থানীয় কয়েক যুবক তাকে ধরে পলাশবাড়ি মহল্লার আলফাজের বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার ওই তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এ পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Labels: ধর্ষণ
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।