3.11.18
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। জাবির সি-১ ইউনিটে ভর্তিচ্ছু ওই ছাত্রী ড্রয়িং শিখতে এসে যৌন হয়রানির শিকার হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর নাসিম ঐশ্বর্য আহমেদ নামে ওই ছাত্রের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগও দিয়েছেন। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। নাসিম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৫তম ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাবির সি-১ ইউনিটের অধিনে চারুকলা বিভাগে ভর্তির ভাইভার প্রস্তুতি নেয়ার জন্য নাসিমের কাছে ড্রয়িং শিখতেন অভিযোগকারী ওই ছাত্রী। বুধবার ড্রয়িং শিখতে ক্যাম্পাসে আসলে নাসিম তাকে জিমনেসিয়ামের দুই তলায় নিয়ে যায়। এ সময় নাসিম তাকে শরীরের আপত্তিকর অঙ্গের ছবি আঁকতে বলে। এক পর্যায়ে নাসিম অভিযোগকারীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। অভিযোগকারী নিষেধ করলে নাসিম বলে ‘এটাই শেখানোর নিয়ম’। পরে নাসিম তার নিজের বিশেষ অঙ্গ দেখিয়ে সেটার ছবি আঁকতে নির্দেশনা দিয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছে ওই ছাত্রী।
Labels: যৌন হয়রানি
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।