1.11.18
বাংলাদেশের আকাশে মুখোমুখী দুই ভারতীয় বিমান অল্পের জন্য এড়ানো গেল বিশাল বিপদ। বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশের আকাশ সীমানার মধ্যে প্রায় মুখোমুখী চলে আসে চেন্নাই-গুয়াহাটি এবং গুয়াহাটি-কলকাতা গামী দুই বিমান। বাংলাদেশের আকাশ সীমানায় এই দুই বিমান চলে এলেও লক্ষ্য করেনি বাংলাদেশ এয়ার ট্রাফিক। সেই সময় কলকাতার র্যাডারে ঘটনাটি ধরা পড়লে কলকাতা বিমানবন্দর বাংলাদেশকে জানায়। তড়িঘড়ি চেন্নাই-গুয়াহাটি বিমানটির মুখ অন্যদিকে ঘুড়িয়ে দেয় বাংলাদেশ এয়ার ট্রাফিক। মাত্র ৪৮ সেকেন্ডর ব্যবধানে এই দূর্ঘটনা এড়ান সম্ভব হয়েছে, নইলে ঘটে যেতে পারত বড়সড় রকমের দূর্ঘটনা এবং প্রাণ হারাতেন বহু মানুষ। ভারতীয় বিমান কর্তৃপক্ষ বাংলাদেশ এয়ার ট্রাফিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে চিঠি দিয়েছে।
Labels: বিমান
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।