1.11.18
এক-দুই লাখ কিংবা এক-দুই কোটি নয়; রীতিমতো ২০০ কোটি রুপি খরচ করতে হয়েছে স্ত্রীর খোরপোশের জন্য! ভারতের ডিলা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান মোদি তার স্ত্রী মনিকাকে এই বিপুল অংকের অর্থ খোরপোশ বাবদ দিতে বাধ্য হয়েছেন আদালতের নির্দেশে।
চলতি বছরের আগস্টে মনিকা দেবী স্বামী রাজীব মোদীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন।
৩ বছর ধরে তাকে নির্যাতন করা হচ্ছে বলেও আদালতে অভিযোগ দায়ের করা হয়। মনিকাই বিচ্ছেদের আর্জি জানান। মনিকার আইনজীবী সুধীর নানাবতী প্রথম জানিয়েছিলেন, পরস্পরের সম্মতিতেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন দম্পতি। কিন্তু ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, ২০১২ সাল থেকেই দুজনে আলাদা থাকছিলেন।
২০১৮ সালের ২৯ আগস্ট সোলা পুলিশ স্টেশনে প্রায় ৬ ঘণ্টা আলোচনার পর টাকার পরিমাণ ধার্য করা হয়। কয়েকদিন আগে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে মনিকার নামে ওই টাকা জমা করেন রাজীব। এর পরেই স্বামীর নামে অপরাধ সংক্রান্ত যে অভিযোগ এনেছিলেন মনিকা, তা তুলে নেন তিনি। ২৬ বছরের বিবাহিত জীবনে এই দম্পতির একটি ছেলে রয়েছে।
এর আগে আহমদাবাদের পারিবারিক আদালতে রাজীব ও মনিকার বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর হয়।
আদালতের সম্মতিতে ২৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন এই দম্পতি। মুম্বাইয়ের বিখ্যাত শিল্পপতি গারওয়াড়ে পরিবারের মেয়ে মনিকা গারওয়ালে নিজেও পলিয়েস্টার লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসেও উচ্চ পদে কাজ করেছেন তিনি। মনিকার টাকার কোনো অভাব ছিল না। যে কারণে এই ঘটনাটি বেশ আলোচিত হচ্ছে।
Labels: বিদেশ
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।