Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

8.11.18

ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুল থেকে অপহৃত হওয়া ৭৮ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, দেশটির বামেন্দা শহর থেকে স্থানীয় সময় রোববার সকালে ৭৮ জন শিক্ষার্থীসহ আরও ৩ জনকে অপরহণ করা হয়।

জানা গেছে, ৭৮ শিক্ষার্থীর সাথে একজন ড্রাইভারকে ছেড়ে দেয়া হলেও স্কুলটির প্রিন্সিপাল ও একজন শিক্ষককে এখনও ছাড়া হয়নি। অপহরণের জন্য সরকার ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একে-অপরকে দায়ী করছে।

যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই অপহরণের সাথে জড়িত কিংবা ঠিক কী উদ্দেশে তারা শিক্ষার্থীদের অপহরণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে ফেরত দেয়া হবে।

ক্যামেরুনের রাষ্ট্রীয় ভাষা ফ্রেঞ্চ। দেশটির ইংরেজি ভাষাভাষী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতা দাবি করছে। এ কারণে গত বছর অস্ত্র হাতে তুলে নেয় তারা। এরপর থেকে বিভিন্ন ধরনের সহিংসতামূলক কার্যক্রম প্রায় নিয়মিত হয়ে উঠেছে।

যেভাবে মুক্তি পায় শিক্ষার্থীরা

ক্যামেরুনের প্রেসবাইটেরিয়ান চার্চের পাশে অপহৃত শিক্ষার্থীদের রেখে যাওয়া হয়। এ সম্পর্কে স্থানীয় একজন বলেন, শান্তিপূর্ণভাবেই এদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তির জন্য চার্চের পাশে নিয়ে আসা হয় তাদের।

ওই ব্যক্তি আরও বলেন, অপহরণকারীরা আগের দিন জানায়, মঙ্গলবার সকালে শিশুদের মুক্তি দিতে চাচ্ছে তারা। কিন্তু দুর্ভাগ্যবশত ভারী বৃষ্টি হওয়ার কারণে শেষ পর্যন্ত এটা সম্ভব হয়নি। তবে ওইদিন সন্ধ্যায় সৃষ্টিকর্তার রহমতে তাদের ফেরত পাই আমরা।

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০’র ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। তেল আবিব বলেছে, এই ব্যবস্থা থেকে ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেই তার উপর হামলা চালানো হবে।

ইহুদিবাদী পরিবেশ রক্ষামন্ত্রী জেভ এলকিন তেল আবিবে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করে বলেন, রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে এস-৩০০ ব্যবস্থা দেয়ার সিদ্ধান্ত ছিল ‘বড় ভুল’ এবং এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।

সিরিয়ার সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকমতো ব্যবহার করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ইসরাইলি এই মন্ত্রী।

তিনি বলেন, যে লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে সেটির উপর হামলা চালাবে ইসরাইল। সেখানে যদি রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা উপস্থিত থাকে তারপরও ছাড় দেয়া হবে না বলে ওই মন্ত্রী হুমকি দেন।

রাশিয়ায় তৈরি এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে স্বল্প ও মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যেকোনো যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করে দেয়া সম্ভব। তারপরও ইসরাইল কীভাবে এই ব্যবস্থার ওপর বিমান হামলা চালানোর হুমকি দিল তা বোধগম্য নয়।

রাশিয়া এই ব্যবস্থা সরবরাহ করার জন্য ২০১০ সালে সিরিয়ার সঙ্গে চুক্তি করলেও পরে তা স্থগিত রাখে। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে দামেস্কের কাছে এস-৩০০ সরবরাহ করে মস্কো।

7.11.18

অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর জালে উঠল একটি শিশু।
মৃত নয়, সেই শিশুটি ছিল জীবিত। নিউজিল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর ওয়েলিংটনের মাতাতা সৈকতের উত্তর অংশের দ্বীপে ২৬ অক্টোবর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো খুব ভোরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী গাস হুট। হঠাৎ তিনি লক্ষ্য করেন ঢেউয়ের সঙ্গে কিছু একটা ভেসে আসছে। আরও কিছুটা কাছে আসার পর তিনি ভেবেছিলেন কোন পুতুল হয়তো। এরপর তিনি সেদিকে লক্ষ্য করে জাল ছোঁড়েন। কিছুক্ষণ পর জাল তুলে নেওয়ার পর তিনি হতবাক হয়ে যান। তার জালের মধ্যে রয়েছে একটি দেড় বছরের শিশু।
দ্রুত জাল থেকে শিশুটিকে বের করে গাস হুট দেখেন, বাচ্চাটি জীবিত রয়েছে।
এরপর দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছে শিশুটি। কীভাবে শিশুটি সমুদ্রে চলে এল, এখন এই প্রশ্ন উঠতে শুরু হয়। তবে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় দ্রতই। সমুদ্রে দেড় বছরের একটি শিশু উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বের হয়ে আসে আসল ঘটনা।
জানা গেছে, মা-বাবার সঙ্গে সৈকতে এসেছিল মালাচি রিভ নামক সেই শিশুটি। সৈকতের পাশেই তাঁবুর ভিতরে ঘুমিয়েছিল শিশুটির মা-বাবা। এই ফাঁকে তাঁবুর বাইরে চলে আসে মালাচি। খেলতে খেলতে সমু্দ্রের পাড়ে চলে যায়। আচমকাই একটি ঢেউ ভাসিয়ে নিয়ে যায় শিশুটিকে। এদিকে, ঘুম থেকে উঠে সন্তানকে না দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন দম্পতি। চারিদিকে খুঁজতে শুরু করেন সন্তানকে।
তখনই ঘোষণা শুনতে পান, পার্শ্ববর্তী একটি সৈকতে একটি বাচ্চাকে পাওয়া গেছে। তৎক্ষণাৎ সেই সৈকতে গিয়ে নিজেদের সন্তানকে শনাক্ত করেন ওই দম্পতি। শিশুটির মা জেসিকা জানিয়েছেন, ‘নিজের সন্তানকে যে এভাবে ফিরে পাব তা ভাবতে পারিনি।

5.11.18

বর ইব্রাহিমের বয়স ১৩ বছর, আর কনের বয়স ১৩ ঘণ্টাও হয়নি। ইব্রাহিমের বাবা সদ্যোজাত মেয়ে শিশুটির হাতে গাছের লতা পরিয়ে দেয়ার মধ্য দিয়ে হয়ে গেলো বিয়ে। এমন প্রথাই শত বছর ধরে চলছে কেনিয়ার ওরোমা সম্প্রদায়ের সমাজে। প্রথাটির নাম ‘দারারা’।
কনের বাবা আব্দি আদোনা বলেন, এখন থেকে আমার মেয়ে বড় হতে থাকবে আর ইব্রাহিমের জন্য অপেক্ষা করবে। আমি মরে গেলেও ইব্রাহিম ছাড়া অন্য কেউ তাকে বিয়ে করতে পারবে না। এটাই আমাদের নিয়ম।
‘দারারা’ প্রথার পক্ষে যুক্তি তুলে ধরে আদোনা বলেন, ‘এর ফলে মেয়েটির দিকে আর কেউ তাকাবে না। আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হলো। তার কোন বিপদ হলে দুই পরিবারই এগিয়ে আসবে। উভয় পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হবে।’
মেয়ের ইচ্ছা-অনিচ্ছার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিসে মেয়ের ভাল হবে সেটা বাবাই ভাল বোঝেন। বাবার ইচ্ছাই মেয়ের ইচ্ছা। ওরোমা সম্প্রদায়ের বসবাস কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের তানা নদীর তীরে। এ সম্প্রদায়ের একটি বড় অংশ ইসলাম ধর্মের অনুসারী।

3.11.18

তৃতীয় সন্তানের জন্ম হলেই হাতে হাতে একটি জমি। এমন প্রস্তাব আনা হচ্ছে ইতালির নতুন বাজেটে। যেসব বাবা-মার ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তৃতীয় সন্তান হবে, তাদের একটি চাষজমি দেওয়া হবে। ইতালির সরকারের আশা, এর ফলে একইসঙ্গে দুটি সমস্যার সমাধান হবে।
অতি দক্ষিণপন্থী লিগ এই ভাবনা এনেছে। যে হারে দেশের জন্মহার কমছে, তা ঠেকাতেই এই প্রস্তাব। গোটা ইউরোপে সবথেকে কম জন্মহার ইতালিতেই। গত বছর ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম হয়েছে। ফলে ক্রমেই ইতালিতে বাড়ছে বৃদ্ধের সংখ্যা।
ইতালির কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টানাইও বলেছেন, ওরা বলছে, ইতালিতে খুব কম শিশু রয়েছে। এটা আটকাতে হবে। এজন্যই সরকারে থেকে বিশেষ করে গ্রামাঞ্চলের লোকেদের উৎসাহ দেওয়া হবে, যাদের এখনও সন্তান রয়েছে। সরকারি জমি রক্ষণাবেক্ষণ খরচ সাপেক্ষে। বিক্রি করাও মুশকিল। যে জমি দেওয়া হবে তা ফেলে রাখা হয়েছে। প্রায়ই জমির রক্ষণাবেক্ষণের জন্য জমি বিক্রি করতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে।
সন্তানের বাবা-মাকে জমি দেওয়া হবে ২০ বছরের জন্য। সরকারের হাতে ৫ লাখ হেক্টর কৃষিজমি রয়েছে। তার দাম প্রায় ১০০ কোটি ইউরো। এই সুবিধা পাবেন বিবাহিত দম্পতিরাই।
অন্যদিকে সমালোচকরা বলছেন, বহু ইতালিয়ান যুবকই সন্তান জন্মে উৎসাহিত নন। কারণ তারা বেকার। কর্মরত দম্পতিদের জন্য এ ব্যাপারে সরকারি কোনও উৎসাহ দেওয়া হয় না। শুধু তাই নয়, বিদেশি ইতালিতে কমপক্ষে ১০ বছর বসবাস করেছেন, তারাও পাবেন এই সুবিধা।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে।
পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।
রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

মৌরিতানিয়ার নারী কয়েদিদের ৪০ শতাংশেরও বেশি কয়েদির মূল অপরাধ বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক। রাজধানী নোয়াকচোটে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যেই অন্তত ৫০ জন নারীর কারাদণ্ড হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এসব নারীদের বেশিরভাগ ধর্ষণের শিকার। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম আফ্রিকার মরুভূমির মাঝে অবস্থিত দেশ মৌরিতানিয়া শরিয়াহ আইনে চলা একটি ইসলামী প্রজাতন্ত্র। অনেক ইসলামী রাষ্ট্রের মতো ধর্ষণের শাস্তি সেখানে মৃত্যুদণ্ড না হলেও সেখানকার আইন এখনেও নারীবান্ধব নয়।
সে দেশে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অবৈধ। ফলে ধর্ষণের শিকার হলে নারীকে সবার আগে প্রমাণ করতে হয় যৌন সম্পর্কটি অনিচ্ছাকৃত ছিল। তবে তা প্রমাণ করা সবসময়ই কঠিন। এ কারণে ধর্ষকের শাস্তি হোক না হোক বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের কারণে ধর্ষিতার শাস্তি অবধারিত।
ফলে, দেশটিতে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষিত নারীকেই কারাভোগ করতে দেখা যায়। যেসব ক্ষেত্রে তারা প্রমাণ করতে পারেন যে, তাদের সঙ্গে জোর খাটানো হয়েছে, কেবল সেখানেই রেহাই পান নারীরা।
আইনে ফাঁক রয়ে যাওয়ার কারণে খুব সহজেই ধর্ষণকে ‘জেনা’ বলে চালিয়ে দেয়া যায় বলে মনে করে মৌরিতানিয়ার বিভিন্ন নারী অধিকার সংগঠন। ২৬ বছর বয়সী খাদি একজন ভুক্তভোগী। ধর্ষণের পর তিনি লোকলজ্জার ভয়ে কাউকে বলতে পারেননি। কিন্তু গর্ভাবতী হওয়ার পর বিষয়টা জানাজানি হয়ে যায়। একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের দায়ে হাজতবাস করতে হলেও প্রগতিশীল আইনজীবীদের সহায়তায় ছাড়া পান খাদি।
কিন্তু সবার ভাগ্য খাদির মতো নয় যে তারা মুক্তি পেয়ে যাবেন। মৌরিতানিয়ায় পুরুষদেরও ‘জেনা’র দায়ে কারাদণ্ড হয়। কিন্তু তাদের ক্ষেত্রে কারাবাসের সময় হয় মেয়েদের তুলনায় কম।
২০০৫ সালে কার্যকর হওয়া নতুন আইনের কারণে দেশটিতে ছোট মেয়েদের ‘জেনা’-য় অভিযুক্ত করা হয় না। মৌরিতানিয়ার নারী ও শিশু স্বাস্থ্য রক্ষা সমিতির প্রধান জিনাবু তালেব মুসা জানান যে, এ আইনের কারণে এখন সময় নিয়ে তদন্ত করা হয়, নেয়া হয় সাক্ষ্যও। এখন নারীকে কিছুটা হলেও সুযোগ দেয়া হয়। তারপরও প্রাপ্তবয়স্কদের জন্য ও মাঝে মাঝে ছোটদের জন্যও এই আইন খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে না।
ধর্ষণের পর অনেক ক্ষেত্রে হাজতবাস এড়ানো গেলেও অল্পবয়সী, অবিবাহিত মেয়েরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ফলে বাড়তে থাকে তাদের প্রতি সামাজিক অবিচার। কিন্তু মুসা ও তার সহযোগী ইলাইয়ের উদ্যোগে একটি নতুন আইন আলোচনায় উঠে আসছে।
২০১২ সালে প্রস্তাবিত এই আইন লিঙ্গ বৈষম্য ও এ-সংক্রান্ত সহিংসতার বিরুদ্ধে। ২০১৬ সালে আইনটি অনুমোদনের জন্য সংসদে পাঠালে সেখানে তুমুল বিতর্ক হয়। বলা হয়, এই আইন পশ্চিমা ধাঁচে গড়া ও সমকামের পক্ষে।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে।
পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ পাওয়া যাচ্ছে।
রাকা ২০১৭ সালে ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কার্যত রাজধানী ছিল। রাকা দখলে নিতে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-কে সহায়তা করে।

আসিয়া বিবি’কে বেকসুর খালাস দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। আসিয়া বিবিকে খালাস দেয়ায় বুধবার পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। এ অবস্থায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে বসেন তারা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে এক ঝগড়ার সময় খ্রিস্টান সম্প্রদায়ের নারী আসিয়া বিবি মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে। এ নিয়ে মামলা হয়। তাতে তাকে মৃত্যদন্ড দেয় আদালত। কিন্তু বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে বেকসুর খালাস দেয়। সেই রায়ে বলা হয়, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে আসিয়া বিবি তাৎক্ষণিকভাবে জেল থেকে বেরিয়ে যেতে পারবেন। এ খবর প্রকাশ পাওয়ার পর বিভিন্ন শহর যেন বিক্ষোভে ফেটে পড়ে।
তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ওই বৈঠক নিয়ে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে লিখেছেন, বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ঘোষণা করেছেন।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাতে তিনি বলেছেন, হযরত মোহাম্মদ (স.)-এর উপর বিশ্বাসের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে পাকিস্তান। তবে ইসলামের নামে কেউ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দেশীয় প্রযুক্তি ও ডিজাইনে এবার স্থানীয়ভাবে যুদ্ধবিমান তৈরি করছে ইরান। কাওসার নামের এই যুদ্ধ বিমানগুলো দেশটির বিমানবাহিনীতে ব্যবহার করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের ওপর ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞা বাড়তে থাকার প্রেক্ষিতে নানামুখী পদক্ষেপের মধ্যেই দেশীয়ভাবে বিমান তৈরি শুরু করেছে ইরান। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বিমান তৈরি প্রকল্পের উদ্বোধন করে বলেন, খুব শীঘ্রই বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধবিমান তৈরি করে বহরে যুক্ত করা হবে।

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশদাতাকে শনাক্ত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার ইস্তাম্বুল সফররত সৌদি আরবের চিফ প্রসিকিউটর শেখ সৌদ আল মুজেবকে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে এরদোগান বলেন, সত্যকে আড়াল করার প্রয়োজন নেই, বিশেষ কোনো ব্যক্তিকে রক্ষার মানে হয় না। সৌদি প্রসিকিউটরকে এরদোগান বলেন, ২ অক্টোবর খাশোগিকে হত্যার জন্য কে ১৫ সদস্যকে তুরস্কে পাঠানোর নির্দেশ দিয়েছিল, সৌদি আরবের চিফ প্রসিকিউটর হিসেবে আপনাকে এই প্রশ্ন করতে হবে। তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্কের প্রসিকিউটর আল মুজেবকে বলেছেন সন্দেহভাজন ১৮ জনকে তুরস্কের বিচার করার জন্য। সৌদি কর্মকর্তাদের তাদের স্থানীয় সহযোগিতাকারীদের পরিচয়ও প্রকাশ করতে হবে।

সচরাচর সৌদি রাজপরিবার ও যুবরাজকে নিয়ে সমালোচনা করার সাহস কেউ দেখান না। কিন্তু দেশটির সাংবাদিক জামাল খাশোগি দেখিয়েছিলেন। আর এই সাহস দেখিয়ে নিজেকে বাঁচাতে পালিয়ে গিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে বছরখানেক ধরে বসবাস। কিন্তু খাশোগির সমালোচনা কোনোভাবেই মেনে নিতে পারেননি যুবরাজ। ফলে তাকে শাস্তি পেতেই হবে যেটা যে কোনো সময় যে কোনো জায়গায়। মওকা পাওয়া গেল গত ২ অক্টোবর। সেদিন খাশোগি তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে কাগজপত্র নিতে ঢুকবেন। তা আগেই জানা ছিল সৌদি রাজদরবারের। আর যায় কই।
রাজপরিবারের গুপ্তঘাতকরা ওতপেতে থাকে কনস্যুলেটের ভিতরে-বাইরে। সুন্দর পরিকল্পনায় তাকে হত্যা করা হয়। কিন্তু সেটা শেষ পর্যন্ত ‘হজম’ করতে পারল না সৌদি রাজপরিবার। বিশেষ করে এই হত্যার পেছনে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রাচ্যে তিনিই এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু এই পাপে এখন তার জন্য প্রায়শ্চিত্ত অপেক্ষা করছে।
সারা বিশ্বে ধিক্কার ওঠার পর খবর পাওয়া যাচ্ছে সৌদি আরবের রাজপরিবারের একজন প্রভাবশালী সদস্য এবং বাদশাহ সালমানের এক ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ব্রিটেনে স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে স্বদেশে ফিরেছেন।
বিশ্লেষকরা বলছেন, তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ, কারণ অনেকে মনে করেন তিনি যুবরাজ মুহাম্মদের জায়গা নিতে পারেন। প্রিন্স আবদুল আজিজ এতদিন স্বেচ্ছা-নির্বাসনে লন্ডনে অবস্থান করছিলেন। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সৌদি রাজপরিবারে তিনি এমন একজন ব্যক্তি যিনি সৌদি যুবরাজ মুহাম্মদের জায়গা নিতে পারেন। রিয়াদে তার প্রত্যাবর্তন সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু নিশ্চিত করেনি। এরকম কোনো নিশ্চয়তা না-ও আসতে পারে। কী শর্তে তিনি ফিরেছেন তাও স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে, তার নিরাপত্তার ুব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি ফিরেছেন।
কিন্তু বিবিসির সংবাদদাতা ফ্রাংক গার্ডনার বলছেন, এ খবরটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে সৌদি রাজপরিবারের সূত্র থেকেই এবং এ থেকে আভাস পাওয়া যায় ওই অঞ্চলে এখন প্রিন্স সালমানের ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত স্তরে ব্যাপক বিতর্ক চলছে।

ইন্দোনেশীয় নারী গৃহকর্মীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়া বলেছে, তাদের নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি কেন জাকার্তাকে অবহিত করা হলো না তার ব্যাখ্যা দিতে হবে।
এর আগে, বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরকে ফোন করে ওই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানান।
গত সোমবার সৌদি আরবের তায়েফ শহরে তুতি তোরসিলাওয়াতি নামের ওই গৃহকর্মীর ফাঁসি কার্যকর করা হয়। নিজের নিয়োগকর্তাকে হত্যার অভিযোগে সাত বছর আগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তবে তোরসিলাওয়াতি জানিয়েছিলেন, ২০১০ সালে ধর্ষণের হাত থেকে বাঁচতে তিনি এ হত্যাকাণ্ড ঘটাতে বাধ্য হয়েছেন।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই নারীর পরিবার বা ইন্দোনেশিয়ার সরকারকে কিছুই জানানো হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের পর তারা তা জানতে পেরেছেন। এটাকে অত্যন্ত অমানবিক কাজ হিসেবে মনে করছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিক সুরক্ষা বিভাগের পরিচালক লালু মোহাম্মাদ ইকবাল বলেছেন, ‘রিয়াদ বা জেদ্দায় আমাদের কোনো প্রতিনিধিকে না জানিয়ে তুতি তোরসিলাওয়াতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
তুতির ফাঁসির ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সরকার রিয়াদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত ইন্দোনেশীয় কর্মীদের উন্নত সুরক্ষার দাবি জানাচ্ছে।
মাইগ্রেন্ট কেয়ার নামের একটি ইন্দোনেশীয় এনজিও তুতি তোরসিলাওয়াতি’র ফাঁসির তীব্র সমালোচনা করেছে। এ ঘটনায় গুরুতর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। ইন্দোনেশিয়ার বহু নাগরিক সৌদি আরবে শ্রমিক ও গৃহকর্মীর কাজে নিয়োজিত রয়েছে। তারা নানা ধরনের নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে।

1.11.18

এক-দুই লাখ কিংবা এক-দুই কোটি নয়; রীতিমতো ২০০ কোটি রুপি খরচ করতে হয়েছে স্ত্রীর খোরপোশের জন্য! ভারতের ডিলা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান মোদি তার স্ত্রী মনিকাকে এই বিপুল অংকের অর্থ খোরপোশ বাবদ দিতে বাধ্য হয়েছেন আদালতের নির্দেশে।
চলতি বছরের আগস্টে মনিকা দেবী স্বামী রাজীব মোদীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন।
৩ বছর ধরে তাকে নির্যাতন করা হচ্ছে বলেও আদালতে অভিযোগ দায়ের করা হয়। মনিকাই বিচ্ছেদের আর্জি জানান। মনিকার আইনজীবী সুধীর নানাবতী প্রথম জানিয়েছিলেন, পরস্পরের সম্মতিতেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন দম্পতি। কিন্তু ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, ২০১২ সাল থেকেই দুজনে আলাদা থাকছিলেন।
২০১৮ সালের ২৯ আগস্ট সোলা পুলিশ স্টেশনে প্রায় ৬ ঘণ্টা আলোচনার পর টাকার পরিমাণ ধার্য করা হয়। কয়েকদিন আগে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে মনিকার নামে ওই টাকা জমা করেন রাজীব। এর পরেই স্বামীর নামে অপরাধ সংক্রান্ত যে অভিযোগ এনেছিলেন মনিকা, তা তুলে নেন তিনি। ২৬ বছরের বিবাহিত জীবনে এই দম্পতির একটি ছেলে রয়েছে।
এর আগে আহমদাবাদের পারিবারিক আদালতে রাজীব ও মনিকার বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর হয়।
আদালতের সম্মতিতে ২৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন এই দম্পতি। মুম্বাইয়ের বিখ্যাত শিল্পপতি গারওয়াড়ে পরিবারের মেয়ে মনিকা গারওয়ালে নিজেও পলিয়েস্টার লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসেও উচ্চ পদে কাজ করেছেন তিনি। মনিকার টাকার কোনো অভাব ছিল না। যে কারণে এই ঘটনাটি বেশ আলোচিত হচ্ছে।

;;
Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver