1.11.18
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উত্তর কোরিয়ার নারীদের ওপর চালনো এক গবেষণার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে।
গবেষণায় ফুটে উঠেছে সব ভয়াবহ চিত্র। খবর সিএনএনের।গবেষণায় বলা হয়েছে, উত্তর কোরিয়ায় নারীদের ওপর ধর্ষণ ও যৌন নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে এমন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে ৯৮ পৃষ্ঠার রিপোর্ট বের করেছে এইচআরডব্লিউ।
এইচআরডব্লিউ এর নির্বাহী পরিচালক কেনেথ রোথ বলেন, উত্তর কোরিয়ায় নারীদের উপর যৌন নির্যাতন একটা সাধারন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত সেখানে হাজারো নারীদের ওপর অনেক যৌন নির্যাতন চালানো হয়। কিন্তু দেশটির নেতা কিম জং উনের প্রশাসনের ভয়ে কেউ কিছু বলে না।
এইচআরডব্লিউ এর ৯৮ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীরা সাক্ষাৎকারের জানায়, তারা তাদের দেশের পুলিশ ও প্রশাসনকে বিশ্বাস করে না। এজন্য তাদের সঙ্গে ঘটা জঘন্য ধর্ষণ কিংবা যৌন নির্যাতন হলেও তারা কোথাও অভিযোগ করে না।
ধর্ষণের শিকার হওয়া একজন ভুক্তভোগী নারী এইচআরডব্লিউকে বলেন, তারা আমাদের যৌন পুতুল হিসেবে ব্যবহার করে। আমরা পুরুষদের দয়ার পাত্র হিসেবে বেঁচে থাকি।
উত্তর কোরিয়ার যৌন হেনস্থার শিকার সাবেক এক নারী পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেন, উত্তর কোরিয়ার ৯০ শতাংশ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার।
তিনি আরও বলেন, ১৭ বছর বয়সে যৌন হেনস্তার শিকার হওয়া তার এক বান্ধবী আত্মহত্যার চেষ্টা করেছিল।
Labels: ধর্ষণ, যৌন হয়রানি
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।