1.11.18
নারায়ণগঞ্জের সোনরাগাঁওয়ে বখাটে যুবকের উৎপাত সইতে না পেরে ইভটিজিংয়ের শিকার আখি আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩১ অক্টোবর বুধবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্কুল ছাত্রীর আত্মহননের খবর পেয়ে সহপাঠি শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে পঞ্চমীঘাট স্কুলের বাহিরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে বখাটে যুবককে গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা শান্ত হয়।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গুলনগর গ্রামের শাহাজাহানের মেয়ে আঁখি আক্তার গত ৭ মাস যাবত স্কুলে আসা যাওয়ার সময় নানাখী মধ্যপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে বখাটে সাকিব প্রেম নিবেদন করে আসছে।
গত ৮ অক্টোবর আঁখি স্কুলে যাওয়ার পথে বখাটে সাকিব তার সহযোগীদের নিয়ে তার পথরোধ করে পুনরায় প্রেম নিবেদন করে। এতে সাড়া না দেয়ায় কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয় স্কুল ছাত্রী আঁখিকে। এসময় ডান গাল ফেটে রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আঁখি। পরে আহত আঁখির সহপাঠি ও এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহত স্কুল ছাত্রীর পরিবার স্থানীয় প্রশাসনকে অবগত করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গত ১৫ অক্টোবর সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম ইভটিজিংয়ের অভিযোগে বখাটে সাকিবকে আটক করে ১৫ দিনের কারাদন্ড দেন। বখাটে সাকিব কারাদন্ড ভোগ করে কারাগার থেকে বের হয়ে গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে ফোন করে আঁখিকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের হুমকি দেয়।
আঁখিকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও ভয়ভীতি দেথায়। এতে শিক্ষার্থী আখি আক্তার ভয়ে আতংকিত হয়ে পড়ে। বখাটে যুবক সাকিবের এসব ভয়ভীতি ও লোক লজ্জার ভয়ে আঁখি বুধবার রাত আড়াইটার দিকে নিজের বাড়ির ঘটের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, নিহত আঁখি আক্তারের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আখিকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রম্যামান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছিলো। জেল থেকে বের হয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।
Labels: যৌন হয়রানি, হত্যা
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
মূল্যবান মতামতের জন্য আপনাকে ধনবাদ ।